
চট্টগ্রাম জেলা দাবায় মঈনউদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন
চট্টগ্রাম জেলা দাবায় মঈনউদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন
চট্টগ্রাম সংবাদদাতা, চেসবিডি,কম
চট্টগ্রাম, ২১ অক্টোবর ২০১৮
সিজেকেএস-তানজিনা এন্টারপ্রাইজ চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপে মঈনউদ্দিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । তিনি ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন । ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন আকিব জাওয়াদ ।
তবে ছয় জন ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে মো. মজিবুর রহমান, মো. সজিবুর রহমান, মোহাম্মদ কুতুবউদ্দিন, অাবু ফয়েজ মো. নাঈম, বকুল বড়ুয়া ও মোহাম্মদ মঈনউদ্দিন । তবে মহিলা দাবাড়ুদের মধ্যে সেরা হয়েছে তানজিলা তুর নুর ।
জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং এশিয়ান জোন ৩.২ সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন তানজিনা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. অাসাদুর রহমান ।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগে জেলার ৪৭ জন রেটেড দাবাড়ুসহ মোট ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন ।
চেসবিডি.কম/এমএ