
ফিদে র্যাপিডে সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন
ফিদে র্যাপিডে সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ১৮ জানুয়ারি ২০১৯
ফিদে র্যাপিড দাবা প্রতিযোগিতায় সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে গোপালগঞ্জ খেলাঘরের হাবিবুর রহমান সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী অপরাজিত রানারআপ হয়েছেন।
এদিকে ৬ পয়েন্ট নিয়ে শাহিন স্পোর্টিং ক্লাবের জাবেদ আল আজাদ তৃতীয় ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মোহাম্মদ আমিনুল ইসলাম পলাশ চতুর্থ স্থান লাভ করেন।
এছাড়া ৫.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম থেকে নবম হয়েছেন যথাক্রমে মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ দীন. মো. নুরুল ইসলাম, মতিউর রহমান মুন্না ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ্।
উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা চেস ফাউন্ডেশনের আয়োজনে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৯৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ