
অল্পের জন্য রক্ষা পেলেন চেসবিডির আরিফ
অল্পের জন্য রক্ষা পেলেন চেসবিডির আরিফ
বিশেষ সংবাদদাতা, চেসবিডি.কম
খুলনা, ২৩ অক্টোবর ২০১৮
চেসবিডি.কম এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো: অারিফুর রহমান আজ ২৩ অক্টোবর মঙ্গলবার এক সড়ক দূর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন । খুলনা থেকে ঢাকায় আসার পথে তিনি দূর্ঘটনার কবলে পড়েন । এ সময় তিনি নিজেই ড্রাইভ করছিলেন । কারে ছিলেন স্ত্রী কাজী শামসুন নাহার, কন্যা মাহা ও পুত্র রাদ ।
খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে সকাল দশটায় খুলনা জিরো পয়েন্টের পাশে সড়ক দূর্ঘটনায় পড়েন । সড়কে দুটি ট্রাক বেপরোয়াভাবে একটি অপরটির সাথে পাল্লা দিয়ে ওভারটেক করতে গিয়ে আরিফের গাড়িটিকে ধাক্কা দিলে মূর্হুতের মধ্যে দুমড়েমুচড়ে পড়ে। খাদের কিনারায় একটি গাছের সাথে প্রচণ্ডবেগে ধাক্কা খায় । এ সময় গাড়িতে পরিবারের সবাই ছোটখাটো চোট পেলেও পুত্র রাদ একটু বেশি আঘাত পেয়েছে । গাড়ির কাঁচ ভেঙে তার শরীরে ফুটে । স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ট্রাক দুটিকে আটক করতে পারেনি পুলিশ প্রশাসন ।
এদিকে আজ ছিল আরিফের জন্মদিন । পরিবার-পরিজনের সাথে জন্মদিনের আনন্দ-উৎসব ভাগভাগি করে তিনি খুলনা থেকে নিজের ব্যবসায়িক কাজে ঢাকা আসছিলেন । কিন্ত সেটা আর সম্ভব হয়নি । তিনি জানিয়েছেন, সবাই ভালো অাছেন । তবে পুত্র রাদ একটু বেশি ইনজুরড হয়েছেন ।
উল্লেখ্য আরিফ একজন আইটি বিশেষজ্ঞ । তাঁর উদ্ভাবিত সফটওয়্যারটি বর্তমানে “বোরাক সফটওয়্যার” নামে পরিচিত যা বিভিন্ন বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা শক্তি হিসাবেই ব্যবহারিত হয়ে আসছে । বর্তমানে তিনি “বোরাক টেকনলোজিস লিমিটেড” এর ম্যানেজিং ডাইরেক্টর । তিনি দেশের একঝাঁক আইসিটি উদ্ভাবকদের সাথে “আমরাই ডিজিটাল বাংলাদেশ” কনসেপ্ট নিয়ে কাজ করছেন ।
এ ছাড়া তাঁর আরো একটি পরিচয় রয়েছে । একাধারে তিনি কবি, শিক্ষানুরাগী ও কলামিস্ট । তিনি কবিতা, ছড়া, গল্প ও উপন্যাসসহ বিবিধখাতে ধারাবাহিক অবদান রেখে যাচ্ছেন । খুব শিগগিরই তিনি একটি সাহিত্য বিষয়ক অনলাইন পত্রিকা “অচিনপুর.কম” এর সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন । এক সময় তিনি ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রোজেক্টে আইটি উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন ।
চেসবিডি.কম/এমএ