
আজ থেকে বোর্ডে গড়াচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ
আজ থেকে বোর্ডে গড়াচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৫ অক্টোবর ২০১৮
আজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে প্রথম বিভাগ দাবা লিগ বোর্ডে গড়াচ্ছে । এ বছর ১২টি দল অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত ১১টি দল রাউন্ড রবিন লিগে মোকাবেলা করতে যাচ্ছে । পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন । উদ্বোধনীদিনে আজ বিকেল তিনটায় প্রথম রাউন্ডের খেলা জাতীয় ক্রীড়া পরিষদে পুরনো ভবনে শুরু হবে ।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশ নেওয়া দলগুলো হচ্ছে ১. লিওনাইন চেস ক্লাব, ২. ক্যাসপারভ চেস ক্লাব, ৩. জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, ৪. মহাখালী প্রদীপ সংঘ, ৫. লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম ৬. খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ, ৭. মীর চেস ক্লাব, ৮. দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, ৯. অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, ১০. উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও ১১. বসির মেমোরিয়াল চেস ক্লাব ।
আজ প্রথম রাউন্ডে ক্যাসপারভ ও বসির মেমোরিয়াল, জনতা ব্যাংক ও উত্তরা সেন্ট্রাল, প্রদীপ সংঘ ও অগ্রণী ব্যাংক, লিজেন্ট ফারাজ আয়াজ ও দেবদাস বিশ্বাস এবং খেলাঘর ও মীর চেস একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ।
এ বছর প্রথম বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন পঞ্চাশ হাজার, রানার্সআপ ত্রিশ হাজার ও তৃতীয় স্থান অধিকারী বিশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী প্রদান করা হবে। শুধু তাই নয়, প্রত্যেক বোর্ডের পারফরম্যান্সের উপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে ।
উল্লেখ্য প্রথম বিভাগ দাবা লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান প্রাপ্ত দু’টি দল আগামী ২০১৯ সালের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। এমন কী, সর্বনিম্ম স্থান প্রাপ্ত দু’টি দল দ্বিতীয় বিভাগ দাবা লিগে নেমে যাবে।
চেসবিডি.কম/এমএ