
আন্তর্জাতিক মহিলা দাবায় ৯জন শীর্ষে
আন্তর্জাতিক মহিলা দাবায় ৯জন শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ২৮ জানুয়ারি ২০১৯
বেগম লায়লা আলম ১০ম আন্তর্জাতিক মহিলা রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ৯ জন খেলোয়াড় পুর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদেমাস্টার আফরোজা খানম বাবলী, মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ওয়ালিজা, নুশরাত জাহান আলো ও ওয়াদিফা আহমেদ।
আজ সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার দাবা ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডে ইভা সানজিদা সাকিবকে, বাবলী মুশফিকা জান্নাত সাওরীকে, জাকিয়া সামিহা চৌধুরীকে, জান্নাত ইশরাত জাহান দিবাকে, নোশিন নুশরাত জাহান মনিকে, ওয়াদিফা আফরীন জাহান মুনিয়াকে, ওয়ালিজা নাজমীন আক্তারকে, জানিয়া ইয়ন সরকারকে ও আলো ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন।
২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় তৃতীয় রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।
চেসবিডি.কম/এমএ