
আবারো হারলেন জিয়া
আবারো হারলেন জিয়া
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
চেন্নাই (ভারত) : ২০ জানুয়ারি ২০২০
চেন্নাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় আবারো পরাজয়ের মুখ দেখলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এবার তিনি চতুর্থ রাউন্ডে হেরে গেলেন ভারতের আদিত্য দিঙ্গরার কাছে।
আজ সোমবার ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে চতুর্থ রাউন্ডের তাহসিন তাজওয়ার জিয়া ভারতের বিপিন রাজকে ও মো. জিসান রহমান মালেক ভারতের থারুকুমারকে পরাজিত করেন।
উল্লেখ্য ৪ খেলা শেষে তাহসিন ৩ পয়েন্ট, জিয়া ২ পয়েন্ট ও মালেক ১.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।
চেসবিডি.কম/এমএ