
আবুল কাশেম ভূঁইয়া অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৭ ফেব্রুয়ারি ২০২১
স্পেন প্রবাসী সাবেক জাতীয় দাবাড়ু আবুল কাশেম ভূঁইয়া উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ২৩তম অনলাইন র্যাপিড টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন মশিউর রহমান।
অপরদিকে ৫ পয়েন্ট পেয়ে জুয়েল খান তৃতীয় স্থান লাভ করেন।
এছাড়া ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে রাব্বি হোসেন চতুর্থ, মনিরুজ্জামান উলাও পঞ্চম এবং হাবিবুর রহমান ষষ্ঠ হয়েছেন।
উল্লেখ্য ৫ ফেব্রুয়ারি লিচেস.অরগ প্লাটফর্মে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৩৮ জন দেশি-বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ