
আয়ারল্যান্ড প্রবাসী মাহবুব চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক চেসবিডি.কম ঢাকা : ৭ জুলাই ২০২০
বাংলাদেশ চেস ক্লাব ৩৫ তম অনলাইন ব্লিটজ টুর্নামেন্টে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভুত মোহাম্মদ মাহবুব পারোয়ার ৯ ম্যাচে ৮ পয়েন্ট চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে ৫ জন ৭ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকি পদ্ধতিতে যথাক্রমে শরীয়ত উল্লাহ রানারআপ, ভিয়েতনামের আলেয়াহ তৃতীয়, মোহাম্মদ আনু চতুর্থ, ভারতের শ্রীতামা সেন পঞ্চম এবং ষষ্ঠ হয়েছেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন।
অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছেন ইরফা জাহান।
তবে সমান ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকারে অষ্টম, নবম ও দশম হয়েছেন যথাক্রমে লিমন লামো, আশীষ মজুমদার ও মোহাম্মাদ সালেহ আল মাহমুদ।
ক্যাটাগরিভিত্তিক পুরস্কার পেয়েছেন যারা-
অনূর্ধ্ব-১৮০০ রেটিং : মানিক খান, অনূর্ধ্ব–১৬০০ রেটিং : মোহাম্মদ আমীর আলী রানা, অনূর্ধ্ব-১৪০০ রেটিং : রেদওয়ান রবিন এবং নারী খেলোয়াড় : ইরফা জাহান।
উল্লেখ্য ৬ জুলাই রাতে ৯ রাউন্ড স্থায়ী ৩+০ মিনিটের ম্যাচের এ টুর্নামেন্টে ৫ দেশের ৯৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
পরবর্তী টুর্নামেন্ট ৮ জুলাই বুধবার রাত ১০.৩০ মিনিটে চেস.কমে অনুষ্ঠিত হবে (১০+২ মিনিটের র্যাপিড সুইস)।
ক্লাব লিংক— https://www.chess.com/club/bangladesh-chess-club
চেসবিডি.কম/ এম এ