
ইউক্রেনের জিএমকে রুখে দিলেন তাহসিন
ইউক্রেনের জিএমকে রুখে দিলেন তাহসিন
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ভুবনেশ্বর (উড়িষ্যা) : ১ জুন ২০১৯
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তনয় তাহসিন তাজওয়ার জিয়া ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বরে ১২তম কিট ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভাল গ্র্যান্ডমাস্টার্স ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে চাঞ্চল্য সৃস্টি করেছেন। আজ শনিবার তাহসিন (১৯৬৯) ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার নিভেরভ ভ্যালেরির (২৪৯৫) সাথে ড্র করে চমক দেখান।
এদিকে দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।এর ফলে টানা দুই জয় নিয়ে তিনি ৪৪ জনের সাথে শীর্ষে অবস্থান করছেন।জিয়া ভারতের সামাল আনসমানকে পরাজিত করেন।

অপরদিকে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার জিয়া ও মিজানুর রহমান সংগ্রহ দেড় পয়েন্ট।এই রাউন্ডে ফাহাদ হারিয়েছেন পশ্চিমবঙ্গের অনিরুদ্ধ চ্যাটর্জিকে।মিজানুর উড়িষ্যার সামবিত পান্ডার সাথে ড্র করেন।
তবে ১ পয়েন্ট করে সংগ্রহ করেছেন মো. হানিফ বিন ইসলাম রনি, মো. টিপু সুলতান, মো. আনিসুজ্জামান জুয়েল, এস সি সরকার শ্যামল।
এ ছাড়া ০.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন অভিক সরকার ও সাজ্জাদ কিশোর।
কিন্ত দুই ম্যাচ শেষে এখনো পয়েন্টের মুখ দেখেননি মো. আবজিদ রহমান, মো. শহিদুল ইসলাম, যদুনাথ বিশ্বাস, আবু লেইস আনসারী, ইয়ন সরকার ও রিক্তা সরকার।
২ জুন রোববার ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ