
ইউসিসিসি ব্লিটজে চঞ্চল অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৩ ফেব্রুয়ারি ২০২১
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ১২৯তম অনলাইন ব্লিট্জ টুর্নামেন্টে ৯ ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
৮ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন পেরুর এরিয়েন ক্রিসচিয়ান বোহোরকোয়েজ এসকোকুই।
তবে এসএম তারেক ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।
এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন মোনায়েম হোসেন।
অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে ইউক্রেনের নাবাহ নবাহক, জুয়েল খান, শেখ মো. মুত্তালিব এবং ক্রোয়েশিয়ার ইভান ফাডলজেভিক।
এছাড়া ৩ পয়েন্ট পেয়ে সম্মিলিত পয়েন্ট তালিকায় ২৯তম ও নারীদের মধ্যে প্রথম হয়েছেন ঠাকুর জানিয়া হক।
উল্লেখ্য ২ ফেব্রুয়ারি রাতে লিচেস.অরগ অনলাইন প্লাটফর্মে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে ৫৭ জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন।
১৩০তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্ট আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় লিচেস.অরগ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ