
ইউসিসিসি ব্লিটজে রঞ্জন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৬ মার্চ ২০২১
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ১৫০তম অনলাইন ব্লিটজ টুর্নামেন্টে ৯ খেলার ৭.৫ পয়েন্ট পেয়ে কাজী মাহবুব আফজাল রঞ্জন চ্যাম্পিয়ন হয়েছেন।
৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে মামুন হোসেন রানারআপ ও সিহাব তানিম তৃতীয় স্থান লাভ করেন।
৬.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন প্রসেনজিৎ সরকার।
৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে সুমন দেবনাথ, আজমাইন পারভেজ সায়র ও মাহবুবুল আলম।
৫.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অষ্টম থেকে দশম হয়েছেন যথাক্রমে মেহেদী হাসান, আমিনুল ইসলাম ও মশিউর রহমান।
উল্লেখ্য ২৩ মার্চ রাতে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে ৩৮ জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ