
ইউসিসিসি ব্লিটজে রঞ্জন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৪ সেপ্টেম্বর ২০২০
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ৬৮তম অনলাইন ব্লিট্জ টুর্নামেন্টে ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে কাজী মাহবুব আফজাল রঞ্জন চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সমান সংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে লিমন লামো রানারআপ এবং ফিলিপাইনের রে ডাম্পালিয়া তৃতীয় স্থান লাভ করেন।
এদিকে ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ইঞ্জিনিয়ার এস এম তারেক চতুর্থ এবং জুয়েল খান পঞ্চম হয়েছেন।
অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ষষ্ঠ থেকে নবম স্থান হয়েছেন যথাক্রমে মতিউর রহমান মামুন, হাবিব হোসেন খান নান্টু, এস এম সাজিদ এবং শ্যামল সরকার।
এছাড়া ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে দশম থেকে চতুর্দশ হয়েছেন যথাক্রমে মাহমুদুল হোসেন পলাশ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, আনিসুল হক বুলবুল, সোহানুর রশিদ এবং হাসান ইমাম।
কিন্ত ২.৫ পয়েন্ট পেয়ে সম্মিলিত পয়েন্ট তালিকায় ৩৮তম এবং নারীদের মধ্যে প্রথম হয়েছেন জাবাশ্রী দাশ গুপ্তা।
উল্লেখ্য ১৩ সেপ্টেম্বর রাতে লিচেস.অরগ প্লাটফর্মে এ টুর্নামেন্টে ৭২জন দেশি বিদেশী দাবাড়ু অংশগ্রহণ করেন।
আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় ৬৯তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। লিচেস.অরগ সাইটে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি ম্যাচ ৩ মিনিট + প্রতি চালে ২ সেকেন্ড ইনক্রিমেন্ট। অংশগ্রহণে আগ্রহীদের নীচের লিঙ্কের মাধ্যমে প্রথমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের লিচেস গ্রুপে যুক্ত হতে হবে।
ক্লাব লিঙ্ক : https://lichess.org/team/uttara-central-chess-club
নীচের লিঙ্কের মাধ্যমে যেকোন সময় টুর্নামেন্টে জয়েন করা যাবে : https://lichess.org/swiss/XzjYcqD8
চেসবিডি.কম/এমএ