
ইউসিসিসি র্যাপিডে রুমন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৫ মার্চ ২০২১
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ২৮তম অনলাইন র্যাপিড টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শাহ সুলতান সাব্বির রুমন চ্যাম্পিয়ন হয়েছেন।
৫.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন মনিরুজ্জামান উলাও।
৫ পয়েন্ট সংগ্রহ করে মোয়াজ্জেম হোসেন তৃতীয় স্থান লাভ করেন।
৪.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন গাজী।
৪ পয়েন্ট নিয়ে মশিউর রহমান ষষ্ঠ হয়েছেন।
৩.৫ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছেন ইশতিয়াক আহমেদ নাদিম।
তবে ৩ পয়েন্ট নিয়ে অষ্টম হবার পাশাপাশি অনূর্ধ্ব-১৬ নারী বিভাগে প্রথম হয়েছেন মুশফিকা জান্নাত শাওড়ি।
উল্লেখ ১৩ মার্চ লিচেস.অরগ অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ টুর্নামেন্টে ২০ জন দেশি-বিদেশী দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ