
ইউসিসিসি র্যাপিড টুর্নামেন্ট ২৩ নভেম্বর
ইউসিসিসি র্যাপিড টুর্নামেন্ট ২৩ নভেম্বর
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২০ নভেম্বর ২০১৮
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) অান্তর্জাতিক র্যাপিড টুর্নামেন্ট অাগামী ২৩ নভেম্বর বোর্ডে গড়াচ্ছে । দিনব্যাপী এ আসরটি উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে অনুষ্ঠিতব হবে ।
ইউসিসিসি র্যাপিড টুর্নামেন্ট উম্মুক্ত থাকায় যে কোন দাবাড়ুই অংশগ্রহণ করতে পারবেন । আগ্রহী খেলোয়াড়দের দ্রুত নিবন্ধন করার জন্য বলা হয়েছে ।
বিজয়ীদের জন্য দশ হাজার টাকার প্রাইজমানি রাখা হয়েছে । এন্ট্রি ফি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সদস্যদের জন্য একশত টাকা এবং যারা সদস্য নন তাদের জন্য তিনশত টাকা । এন্ট্রির শেষ তরিখ ২২ নভেম্বর ।
আগ্রহী দাবাড়ুদের মো. মুরাদ হোসেন (মোবাইল : ০১৮১৭১০২৬৪৪) ও রাহাত হোসেন ( মোবাইল : ০১৭১১৯৩৫৮৭০) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ।
চেসবিডি.কম/এমএ