
উদ্বোধনীদিনে জয় পেলেন ২৮ জন
উদ্বোধনীদিনে জয় পেলেন ২৮ জন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৯ সেপ্টেম্বর ২০১৯
মার্সেল রেফ্রিজারেটর ৩৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
উদ্বোধনীদিনে ২৮ জন স্ব স্ব খেলায় জয় লাভ করেছেন।উল্লেখযোগ্যরা হলেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, গতবারের রানারআপ মানিকগঞ্জের মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, গতবারের তৃতীয় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসরে বিভিন্ন জেলার ৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ