
এককভাবে শীর্ষে উঠে এলেন জিয়া
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৩ মার্চ ২০২১
বঙ্গবন্ধু আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ৪.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
চার পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন দ্বিতীয় স্থানে রয়েছেন।
সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৫ জন খেলোয়াড় তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ও ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
তিন পয়েন্ট করে সংগ্রহ করেছেন ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলু, শফিক আহমেদ ও ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহান।
আমন্ত্রণমূলক পর্বের পঞ্চম রাউন্ডে আজ শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে জিয়া ফাহাদকে, মিনহাজ শফিককে, ইমন পরাগকে, নীড় ক্যান্ডিডেটমাস্টার শরীফ হোসেনকে, দেবরাজ মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, সাইফ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে ও ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে পরাজিত করেন।
রাজীব আমিনুলের সাথে, তাহসিন অনতের সাথে, দিহান নাসিরের সাথে, অভিক সরকার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর সাথে, মাসুম হোসেন মিহির লাল দাসের সাথে ড্র করেন।
আগামীকাল ১৪ মার্চ রোববার বিকেল ৩টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আমন্ত্রণমূলক পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ