
এক রাউন্ড আগেই নোশিনের শিরোপা জয়
এক রাউন্ড আগেই নোশিনের শিরোপা জয়
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২১ মে ২০১৯
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম ওয়ালটন জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে এক রাউন্ড আগেই শিরোপা জয় করেছেন। তিনি টানা সাত জয় নিয়ে এ কৃতিত্ব দেখান।
এদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির কাজী জারিন তাসনিম।
আজ মঙ্গলবার ২১ মে জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নোশিন ওয়ারসিয়া খুশবুকে, ওয়ালিজা ইশরাত জাহাস দিবাকে ও জারিন তাসনিয়া তারান্নুম অর্পাকে পরাজিত করেন।
২২ মে বুধবার দুপুর সাড়ে বারোটায় একই ভেন্যুতে অষ্টম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ