
এক রাউন্ড আগেই বাকলিয়া-রেলওয়ের শিরোপা নিশ্চিত
এক রাউন্ড আগেই বাকলিয়া-রেলওয়ের শিরোপা নিশ্চিত
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
চট্টগ্রাম : ১৬ জানুয়ারি ২০১৯
সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের ষষ্ঠ রাউন্ড শেষে এক ম্যাচ হাতে রে্খেই শিরোপা নিশ্চিত করেছে গতবারের রানারআপ বাকলিয়া একাদশ। দলটি পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে এ কৃতিত্ব দেখায়।
আজ বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে তারা ৩.৫-০.৫ পয়েন্টে পিডিবি রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে।সপ্তম তথা শেষ রাউন্ডে নিয়ম রক্ষার ম্যাচে বাকলিয়া বোয়ালখালি উপজেলা ক্রীড়া সংস্থার সাথে মোকাবেলা করবে।
এদিকে সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রথম বিভাগ দাবা লিগের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। শুধু তাই নয়, এক রাউন্ড আগেই তারা শিরোপা নিশ্চিত করেছে।
এদিন দলটি ৩-১ পয়েন্টে হারিয়েছে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবকে। সপ্তম তথা শেষ রাউন্ডে নিয়ম রক্ষার ম্যাচে রেলওয়ে কর্ণফুলী ক্লাবের মোকাবেলা করবে।
বৃহস্পতিবার সপ্তম তথা শেষ রাউন্ডের খেলা দুপুর একটায় শুরু হবে।
চেসবিডি.কম/এমএ