
এনএনসিসি ব্লিটজে মিল্টন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৫ অক্টোবর ২০২০
ঢাকা জেলার কামরুল হাসান মিল্টন নিউ নেশন চেস ক্লাব (এনএনসিসি) ব্লিটজ টুর্নামেন্ট ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৭.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন গোপালগঞ্জ জেলার অন্যতম দাবাড়ু ও ন্যাশনাল আর্বিটার মো. আনিসুজ্জামান জুয়েল।
এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে চট্টগ্রাম জেলার অমনিয়া বিনতে ইউসুফ লুবাবা এবং ভোলা জেলার শাওন চৌধুরী।
অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে নড়াইল জেলার মো. মাসুদুল হক মানস পঞ্চম ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ইউসুফ ষষ্ঠ হয়েছেন।
এছাড়া বগুড়া জেলার প্রতিভা তালুকদার ৩.৫ পয়েন্ট পেয়ে টুর্নামেন্টের সেরা নারী খেলোয়াড় হয়েছেন।
নিউ নেশন চেস ক্লাব (এনএনসিসি) আযোজিত এ টুর্নামেন্ট ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় এবং দুইজন নারীসহ ৪৯জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ