
এলিগেন্ট র্যাপিডে আজমাইন চ্যাম্পিয়ন
এলিগেন্ট র্যাপিডে আজমাইন চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ০৪ জানুয়ারি ২০২০
এলিগেন্ট ধানমন্ডি ফিদে র্যাপিড (অনূর্ধ্ব-১৮) চেস টুর্নামেন্টে ৬ ম্যাচে তিন জন ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে মো. আজমাইন পারভেজ সায়র চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সমান পয়েন্ট পেয়েও তাহমিদুল হক রানারআপ ও মাহিন আহমেদ শুভ তৃতীয় হয়েছেন।
এ ছাড়া মবরুর নেওয়াজ ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান লাভ করেন।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৩ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ জন রেটেড দাবাড়ু ছিলেন।
চেসবিডি.কম/এমএ