
এলিগেন্ট র্যাপিডে শামসুল অপরাজিত চ্যাম্পিয়ন
এলিগেন্ট র্যাপিডে শামসুল অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০১৮
মো. শামসুল আলম এলিগেন্ট উত্তরা ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় টানা ছয় জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ।
তবে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে গোলাম সারোয়ার রানারআপ, মুকিতুল ইসলাম রিপন তৃতীয় ও বাবুল ইসলাম চতুর্থ স্থান লাভ করেন ।
এদিকে মো. ইয়াসিন আরাফাত বেস্ট ননরেটেড এবং ওয়ালিজা আহমেদ বেস্ট উইমেন খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ।
অপরদিকে বিশেষ ক্যাটাগরিতে সাইফুর রহমান (অনূর্ধ্ব-১৮০০), ওয়াদিফা আহমেদ (অনূর্ধ্ব-১০), তাসনিয়া তারান্নুম অর্পা (অনূর্ধ্ব-১৬), মাহির মুঈদ (অনূর্ধ্ব-১৬) ও মো. মোহাইমিন উদ্দিন নায়েব (অনূর্ধ্ব-১০) পুরস্কার লাভ করেন ।
আজ ১৪ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৪৫ জন দাবাড়ু এলিগেন্ট উত্তরা শাখার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ।
চেসবিডি.কম/এমএ