
এলিগেন্ট স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে এন্ট্রি আহবান
এলিগেন্ট স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে এন্ট্রি আহবান
ক্রীড়া ডেস্ক, চেসবিডি.কম
ঢাকা, ৪ ডিসেম্বর ২০১৮
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি আগামী ৭ ডিসেম্বর থেকে দশম এলিগেন্ট উত্তরা ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ।
যাদের রেটিং ২০০০ এর মধ্যে এবং যারা ননরেটেড তারাই কেবল এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন ।
সুইস লিগ পদ্ধতিতে দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের দ্রুত এন্ট্রি করতে বলা হয়েছে ।
বিশ হাজার টাকার এই প্রাইজমানির টুর্নামেন্টে এন্ট্রি ফি ধার্য করা হয়েছে এক হাজার টাকা । এতে মোট ৩২ জন দাবাড়ু খেলার সুযোগ পাবেন ।
বিজয়ীদের প্রাইজমানি ও মেডেল এবং অংশগ্রহণকারীদের সাটিফিকেট প্রদান করা হবে ।
টুর্নামেন্ট ভেন্যু : হাউস: ১২, রোড : ৬/এ, সেক্টর: ৫, উত্তরা, ঢাকা ।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : 01736024615
চেসবিডি.কম/এমএ