
এশিয়ান চ্যাম্পিয়নশিপে পরাগের চমক দিয়ে শুরু
এশিয়ান চ্যাম্পিয়নশিপে পরাগের চমক দিয়ে শুরু
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
জিয়াংতাই (চীন) : ৭ জুন ২০১৯
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২২০৪) এশিয়ান কন্টিনেন্টাল চেস চ্যাম্পিয়নশিপে চমক দিয়ে শুরু করেছেন।আজ শুক্রবার উদ্বোধনী রাউন্ডের ওপেন বিভাগে তিনি ভারতের গ্র্যান্ডমাস্টার কার্তিক ভেঙ্কটরামানের (২৪৯৯) সাথে ড্র করার কৃতিত্ব দেখান।
এদিকে অবশ্য উইমেন্স বিভাগে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ (১৯২৯) পরাজয় দিয়ে শুরু করেছেন।তিনি প্রথম রাউন্ডে কাজাকিস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার দউলেটোভা গুলমিরার (২২৫২) কাছে হেরে যান।
গুরুত্বপূর্ণ এই চ্যাম্পিয়নশিপে চিফ আরবিটার হিসেবে ম্যাচগুলো পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

৮ জুন দ্বিতীয় রাউন্ডে পরাগ ভারতের গ্র্যান্ডমাস্টার সন্দিপন চন্দের (২৫১১) সাথে এবং রানী হামিদ ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার কিরণ মানিষা মোহান্তির (২০৯০) সাথে মোকাবেলা করবেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের অর্থায়নে দেশের এই দুই দাবাড়ু অংশ নিচ্ছেন।
উল্লেখ্য ওপেন বিভাগে ১৪ দেশের ৩৪ জন গ্র্যান্ডমাস্টার ও ২০ জন আন্তর্জতিক মাস্টারসহ ৭৪ জনের মধ্যে পরাগ ৭১ নম্বর সিডেড খেলোয়াড়।
অপরদিকে উইমেন্স বিভাগে ১২ দেশের ১০ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জতিক মাস্টার ও ৯ জন মহিলা আন্তর্জতিক মাস্টারসহ ৩৬ জন অংশ নিচ্ছেন। রানী হামিদ ৩৫ নম্বর সিডেড খেলোয়াড়।
সূত্র : chess-results.com
চেসবিডি.কম/এমএ