
এশিয়ান ইয়ুথ ব্লিটজে ভাল খেলেও পদক পেলেন না দাবাড়ুরা
এশিয়ান ইয়ুথ ব্লিটজে ভাল খেলেও পদক পেলেন না দাবাড়ুরা
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ওয়াসকাদুয়া (শ্রীলঙ্কা) : ৩ এপ্রিল ২০১৯
এশিয়ান ইয়ুথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপের চেয়ে ব্লিটজ চ্যাম্পিয়নশিপে দেশীয় দাবাড়ুরা অনেক ভাল খেলেও পদক জিততে পারেননি।
বেশ কয়েকটি ক্যাটাগরিতে পদক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষ মুহূর্তে সাফল্য পাননি দেশসেরা খুদে দাবাড়ুরা।
তবে শ্রীলঙ্কার ওয়াসকাদুয়ার সাইট্রাস হোটেলে ব্লিটজ চ্যাম্পিয়নশিপে টপ টেনের মধ্যে ছিলেন ওয়ারসিয়া খুশবু, নাইম হক ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়। অন্যরা প্রত্যাশা অনুযায়ী ভাল করতে পারেননি। তবে স্ট্যান্ডার্ডে ভাল করার সম্ভাবনা রয়েছে।
আজ ৩ এপ্রিল বুধবার র্যাপিড চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারসিয়া খুশবু ৫ পয়েন্ট পেয়ে ৮ম, ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে নাইম হক ৪.৫ পয়েন্ট নিয়ে ৯ম এবং ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ৫ পয়েন্ট সংগ্রহ করে ১০ম হয়েছেন।
এ ছাড়া ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সাদনান হাসান দিহান ৪ পয়েন্ট পেয়ে ১২তম, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে সাকলাইন মোস্তফা সাজিদ ৫ পয়েন্ট পেয়ে ১১তম, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে এম সাফওয়ান ৪ পয়েন্ট সংগ্রহ করে ২৮তম এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে জান্নাতুল ফেরদৌসী ৩ পয়েন্ট পেয়ে ৩৮তম হয়েছেন।
উল্লে্খ্য শ্রীলঙ্কার ওয়াসকাদুয়ার সাইট্রাস হোটেলে বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার ২৩ টি দেশের ৫৩৩ জন খুদে দাবাড়ু র্যাপিড চ্যাম্পিয়নশিপের অংশ নেন।
চেসবিডি.কম/এমএ