
এসিপিবি নির্বাচনে ‘শাকিল-রানা’ পরিষদের প্যানেল ঘোষণা
এসিপিবি নির্বাচনে ‘শাকিল-রানা’ পরিষদের প্যানেল ঘোষণা
বিশেষ সংবাদদাতা
চেসবিডি.কম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর: ২০১৯
হার-জিতে নাহি ভয়, ঐক্য দিয়েই হবে জয়, ভোট হবে ঐক্যের সিঁড়ি, বিভেদের দেয়াল নয়_ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর নির্বাচনে ‘শাকিল-রানা’ পরিষদ প্যানেল ঘোষণা করেছে। ২৫ অক্টোবর ২০১৯ এসিপিবি’র নির্বাচন অনুষ্ঠিত হবে।
যদিও এ পরিষদের সভাপতি পদে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি’র নির্বাচন করার কথা ছিল। কিন্ত ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্বাচন করছেন না।
‘শাকিল-রানা’ পরিষদ
সভাপতি : আবু সুফিয়ান শাকিল
সহসভাপতি : শওকত হোসেন পল্লব ও সোহেল চৌধুরী
সাধারণ সম্পাদক : আমীর আলী রানা
যুগ্মসম্পাদক : মেহেদী হাসান পরাগ ও মো. শওকত বিন ওসমান শাওন
কোষাধ্যক্ষ : ফরহাদুর রহমান শাবাব
সাংগঠনিক সম্পাদক : ফয়জুল আনাম (ইমরান)
প্রচার ও প্রকাশনা সম্পাদক : মো. শামীম
দপ্তর সম্পাদক : মো. রাহী মাসুম
সদস্য : আলমাসুর রহমান, সৈয়দ মো. তারেক, এজাজ হোসেন, মো. সাগর আবেদীন, শওকত আনসারী, কিশোয়ারা সাজরিন ইভানা এবং রুমানা ফেরদৌস
চেসবিডি.কম/এমএ