
ওমিকন জাতীয় দাবা শনিবার শুরু
ওমিকন জাতীয় দাবা শনিবার শুরু
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৩ নভেম্বর ২০১৮
ওমিকন ৪৪তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়শিপ ২৪ নভেম্বর থেকে বোর্ডে গড়াচ্ছে । ১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসর জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে শুরু অনুষ্ঠিত হবে । ম্যাচগুলো বিকেল ৩িনটা থেকে শুরু হবে ।
এ বছর ওমিকন চ্যাম্পিয়শিপে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গত আসরের জাতীয় দাবাড়ু, ২২০০ এর উপর রেটেড দাবাড়ু, এবং সাইফ পাওয়ার ব্যাটারি ৪৪তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষ ১২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করবেন ।
ওমিকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বিজয়ীদের জন্য রয়েছে নগদ দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার ।
চেসবিডি.কম/এমএ