
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেলেন রানী হামিদ
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেলেন রানী হামিদ
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ৩১ অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফিদে উইমেন্স ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষে আজ বুধবার রাশিয়ার কান্তি মানসিস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।নকআউট পদ্ধতির এ অাসর ৩ নভেম্বর থেকে বোর্ডে গড়াবে।তবে জমকালো অনুষ্ঠনের মধ্যে দিয়ে ২ নভেম্বর রাশিয়ার বিখ্যাত উগ্রা দাবা একাডেমিতে এর পর্দা উঠবে।
প্রথম রাউন্ডে রানী হামিদ ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আনা মুজিচুকের সাথে দু’টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন।জয় পেলে পরবর্তী রাউন্ডে অগ্রসর হবেন।আর হেরে গেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেবেন।
রানী হামিদ ২০১৭ সালে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে এশিয়ান জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে শিরোপা জয়ের ফলে ফিদে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
নক-আউট পদ্ধতিতে বিশ্বের ২৪টি দেশের ৬৪ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন।২৩ নভেম্বর চ্যাম্পিয়নশিপের যবনিকা ঘটবে।পুরস্কার হিসেবে রয়েছে সাড়ে চার লাখ মার্কিন ডলার।উদ্বোধনী অনুষ্ঠানে ফিদে প্রেসিডেন্ট আর্কাদি ডভর্কোভিচ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
চেসবিডি.কম/এমএ