
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানী হামিদের প্রতিপক্ষ আজ মুয়িচুক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানী হামিদের প্রতিপক্ষ আজ মুয়িচুক
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
কান্তি মানসিস্ক (রাশিয়া), ৩ নভেম্বর ২০১৮
ফিদে উইমেন্স ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড আজ শনিবার রাশিয়ার কান্তি মানসিস্কের বিখ্যাত উগ্রা দাবা একাডেমিতে শুরু হচ্ছে । নকআউট পদ্ধতির এ অাসরে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রথম রাউন্ডে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আনা মুয়িচুকের সাথে মোকাবেলা করবেন । এর পর উভয়ে ফিরতি ম্যাচ খেলবেন ৪ নভেম্বর ।
রানী হামিদ ও আনা মুয়িচুকের মধ্যেকার ম্যাচ দু’টির ফলাফল নিস্পত্তি না হলে ৫ নভেম্বর প্লে অফ ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে । যিনি জয় পাবেন পরবর্তী রাউন্ডে অগ্রসর হবেন । আর হেরে গেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেবেন ।
তবে এ ম্যাচে আনা মুয়িচুকই ফেভরিট । তাঁর রেটিং ২৫৬৪ । অন্যদিকে রানী হামিদের রেটিং ১৯৩৫ । পরস্পরের রেটিং বিবেচনায় ৬২৯ রেটিং নিয়ে এগিয়ে মুয়িচুক ।এমন পার্থক্যই বলে দিচ্ছে কতটা কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে যাচ্ছেন রানী হামিদ ।
এদিকে বাংলাদেশের হয়ে ফিদে উইমেন্স ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে প্রথম খেলার যোগ্যতা অর্জন করেছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা অাক্তার লিজা । তিনি দুইবার অংশগ্রহণ করলেও প্রথম রাউন্ড উতরাতে পারেননি ।
রানী হামিদ এবারই প্রথমবারের খেলতে যাচ্ছেন । ২০১৭ সালে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে এশিয়ান জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে শিরোপা জয়ের ফলে তিনি ফিদে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ।
নক-আউট পদ্ধতিতে বিশ্বের ২৪টি দেশের ৬৪ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন । ২৩ নভেম্বর চ্যাম্পিয়নশিপের যবনিকা ঘটবে । পুরস্কার হিসেবে রয়েছে সাড়ে চার লাখ মার্কিন ডলার ।
সময় সূচি :
৩-৫ নভেম্বর : প্রথম রাউন্ড
৬-৮ নভেম্বর : দ্বিতীয় রাউন্ড
৯-১১ নভেম্বর : তৃতীয় রাউন্ড
১২-১৪ নভেম্বর : চতুর্থ রাউন্ড (কোয়ার্টার ফাইনাল)
১৫-১৭ নভেম্বর : পঞ্চম রাউন্ড (সেমি-ফাইনাল)
১৮ নভেম্বর : বিরতি দিন
১৯-২৩ নভেম্বর : ষষ্ঠ রাউন্ড (চূড়ান্ত)
২৩ নভেম্বর : সমাপনী অনুষ্ঠান।
চেসবিডি.কম/এমএ