
ওয়ালটন এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
ওয়ালটন এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ১৯ জানুয়ারি ২০১৯
ওয়ালটন এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে আজ শনিবার ধানমন্ডির কলাবাগানের পান্থপথে অবস্থিত লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিশেষ দাবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি ছিলেন এ্যাক্টিনো বাংলাদেশ ও এ্যাক্টিনো রিসার্চ ইনকরপোরেশন কানাডা চেয়ারম্যান প্রফেসর ড. ইসমেত আরা, রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট মো. জহিরুল ইসলাম টুটুল, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
মো. আমীর আলী রানা। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাহবুব আফজাল রঞ্জন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও অ্যাসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ কর্মশালায় ২০০ জন ছাত্রী অংশগ্রহণ করেন।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান দাবাড়ু খুঁজে বের করতেই এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালার পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।
চেসবিডি.কম/এমএ