
ওয়ালটন র্যাপিড স্কুল দাবা ৭ ফেব্রুয়ারি
ওয়ালটন র্যাপিড স্কুল দাবা ৭ ফেব্রুয়ারি
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ০১ ফেব্রুয়ারি ২০২০
ওয়ালটন এয়ার ফিদে র্যাপিড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।
দিনব্যাপী এ প্রতিযোগিতাটি সকাল ১০ টা জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার ক্রীড়া কক্ষে শুরু হবে।
স্কুল ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত এ আসরে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত এন্ট্রি ফিসহ ৬ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে।
সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী।
চেসবিডি.কম/এমএ