
ওয়ালটন স্কুল দাবা কার্যক্রম শুরু
ওয়ালটন স্কুল দাবা প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ১২ জানুয়ারি ২০১৯
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ শনিবার ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষতায় বিশেষ দাবা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেল কাঁঠালবাগানের খান হাসান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।দিনব্যাপী এ দাবা প্রশিক্ষণের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
খান হাসান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সিইও মাহমুদা হক চৌধুরী মলি, রেডিও টুডের হেড অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট মো. জহিরুল ইসলাম টুটুল, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ, কাঠালবাগান থানা যুব লীগ ঢাকা মহানগরীর আহবায়ক কামরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মাহফুজা পারভীন, এসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমীর আলী রানা এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম রাহী।
উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশন ও এসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স বাংলাদেশের সহযোগিতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ বিশেষ দাবা প্রশিক্ষণে ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এ কার্যক্রম ঢাকা মহানগরীর আরো নয়টি স্কুলে অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ