
ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথে খুশবুর রৌপ্য জয়
ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথে খুশবুর রৌপ্য জয়
ক্রীড়া ডেস্ক
চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) ধ ৫ সেপ্টেম্বর ২০১৯
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ছাত্রী ওয়ারসিয়া খুশবু ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র্যাপিড ইভেন্টে রানারআপ হয়ে রৌপ্য পদক লাভ করেছেন।
ভারতের নয়াদিল্লিতে তিনি এ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৮ বালিকা বিভাগে ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
উল্লেখ্য আজ বৃহস্পতিবার এ ইভেন্ট অনুষ্ঠিত হয়।৬টি দেশের ২২ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন।
৬ সেপ্টেম্বর শুক্রবার হতে স্ট্যান্ডার্ড ইভেন্টের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ