
কোয়ালিটিকে হারিয়ে বাকলিয়া শীর্ষেই
কোয়ালিটিকে হারিয়ে বাকলিয়া শীর্ষেই
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
চট্টগ্রাম : ১৪ জানুয়ারি ২০১৯
সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে টানা তিন জয় নিয়ে গতবারের রানারআপ বাকলিয়া একাদশ এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।আজ বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে বাকলিয়া ২.৫-১.৫ পয়েন্টে গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাকলিয়ার আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী ফজলে নূর বাপ্পী যথাক্রমে কোয়ালিটির গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও আহমেদ হোসেন মজুমদারের সাথে ড্র করেন। তবে বাকলিয়ার ফিদেমাস্টার মোহাম্মদ আবদুল মালেক কোয়ালিটি রাকীবুল ইসলাম সাচ্চুকে পরাজিত করেন।
এদিকে প্রথম বিভাগ দাবা লিগে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স টানা তিন জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।বাংলাদেশ রেলওয়ে তৃতীয় রাউন্ডে ৩-১ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে পরাজিত করে।
বিজয়ী দলের মোহাম্মদ জাহিদ বিন সাজিদ, মোহাম্মদ সেলিম রাব্বি ও রত্নজয় যথাক্রমে পাঁচলাইশের মিন্নাত আলী খান, মোহাম্মদ আবদুল হান্নান ও মোহাম্মদ সুলতানকে পরাজিত করেন। তবে রেলওয়ের সুমন বড়ুয়া সাইফুল ইসলাম চৌধুরীর কাছে হেরে যান।
১৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটায় একই ভেন্যুতে উভয় বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ