
গ্রিন সিটি অনলাইন ব্লিটজ টুর্নামেন্ট আজ শুরু
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৩ জুলাই ২০২৯
গ্রিন সিটি রাজশাহী অনলাইন ব্লিটজ টুর্নামেন্ট আজ ৩ জুলাই রাত ৮টায় চেস.কম লাইভ সাইটে শুরু হতে যাচ্ছে। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট লিংকে যোগ দেবার জন্য বলা হয়েছে।
রাজশাহী চেস একাডেমি এবং মণ্ডল স্পোর্টিং ক্লাব আয়োজিত ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে শুধুমাত্র বাংলাদেশের বিজয়ী দাবাড়ুদের জন্য ১০০০/- টাকার অর্থ পুরস্কার রয়েছে। তবে এতে কোনো এন্ট্রি ফ্রি লাগবে না।
রেজিস্ট্রেশনের নিয়ম :
প্রথমে নিচের লিংকে ক্লিক করে গুগল ফর্মটি পূরণ করতে হবে
https://forms.gle/meEyEz5sCMuqER2q9
এর পর নিচের লিংকে ক্লিক করে চেস.কম_ এর ক্লাবে জয়েন করতে হবে
https://tinyurl.com/y7gypsvk
উল্লেখ্য খেলা শুরু হবার ১ ঘন্টা আগে টুর্নামেন্ট ওপেন করা হবে। টুর্নামেন্টে শুধু ক্লাব মেম্বাররাই জয়েন করতে পারবেন। কোনো ক্লাব মেম্বার যদি টুর্নামেন্টে জয়েন না হন তাহলে তিনি খেলার সুযোগ পাবেন না।
এদিকে গেম চলাকালীন সময় ইন্টারনেট বা সার্ভারজনিত কোনো সমস্যা দেখা দিলে আয়োজক কমিটি কোনোভাবে দায় বহন করবে না।
অপরদিকে chess.com এর একাউন্টে আসল নাম এবং ছবি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, অংশগ্রহণকারীদের অবশ্যই chess.com _এ ২টি Rapid খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
চেসবিডি.কম/এমএ