
গ্রিন স্কলার আন্তর্জাতিক দাবা মঙ্গলবার থেকে
গ্রিন স্কলার আন্তর্জাতিক দাবা মঙ্গলবার থেকে
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ১১ ফেব্রুয়ারি ২০১৯ শুরু
গ্রিন স্কলার ওপেন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামীকাল ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
উদ্বোধন করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদের এশিয়ান জোন ৩.২ এর সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় দাবা ক্রীড়া কক্ষে শুরু প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ফিদেমাস্টার, মহিলা ফিদেমাস্টার, ক্যান্ডিডেট মাস্টার ও মহিলা ক্যান্ডিডেটমাস্টারসহ ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ভারত হতেও একজন রেটিংপ্রাপ্ত খেলোয়াড় অংশ নিচ্ছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও গ্রিন স্কলারের আয়োজনে বিজয়ীদের জন্য রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার।
চেসবিডি.কম/এমএ