
চট্টগ্রামে আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন
চট্টগ্রামে আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব সংবাদদাতা
চেসবিডি.কম
চট্টগ্রাম : ৬ মার্চ ২০২০
চট্টগ্রামে স্বাধীনতা দিবস র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে মো. আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে শাহিন করিম রানারআপ এবং এস এম তারেক তৃতীয় স্থান লাভ করেন।
অপরদিকে ৫.৫ পয়ে্ন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে চতুর্থ থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে দিব্য দাস গুপ্ত, মো. সাইফ উদ্দন এবং কুতুবউদ্দিন।
৬ মার্চ দিনব্যাপী এ প্রতিযোগিতা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সহযোগিতা নিয়ে চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ আসরে ৮০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের ট্রফিসহ দশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।
চেসবিডি.কম/এমএ