
চট্টগ্রামে আহবাব অপরাজিত চ্যাম্পিয়ন
চট্টগ্রামে আহবাব অপরাজিত চ্যাম্পিয়ন
জেলা সংবাদদাতা
চেসবিডি.কম
চট্টগ্রাম : ৩১ জানুয়ারি ২০২০
চট্টগ্রাম চেস একাডেমি (সিসিএ) জুনিয়র ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ৬ ম্যাচে পাঁচ জন দাবাড়ু ৫ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতিতে আহবাব সুলাইমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সমান পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন সাদমান রহমান মিহির।এ ছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থান লাভ করেন যথাক্রমে হরিশিন তালুকদার, রুমাইশা হায়দার ও তুশিন তালুকদার।
এদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তাসপিয়া তাহসিন প্রিমা ষষ্ঠ ও মো. রাকিব সপ্তম হয়েছেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় দাবাড়ু মো. রফিকুল ইসলাম।
উল্লেখ্য ৩১ জানুয়ারি দিনব্যাপী এ প্রতিযোগিতা চট্টগ্রামে অনুষ্ঠিত হয় এবং ৬০ জন খোলোয়াড় অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ