
চট্টগ্রামে মুজিবর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
চট্টগ্রাম : ২২ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রামে শহীদ দিবস সিসিপিএ র্যাপিড দাবা টুর্নামেন্টে মো. মুজিবর রহমান ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে একই পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অপরাজিত রানারআপ হয়েছেন আহমেদ হোসেন মজুমদার।
এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেন মো. হাসান।
অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে প্রকৌশলী এসএম তারেক, মো. নাজিম, রাব্বি সেলিম, এম কে শাহীন ও রুহুল আমিন।
দিনব্যাপী এ টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর সাবেক সভাপতি মো. এনায়েত হোসেন।
চট্টগ্রাম চেস প্লেয়ার্স এসোসিয়েশন (সিসিপিএ) আয়োজিত সুইস লিগ পদ্ধতিতে ২৮জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আগামী ২৬ ফেব্রুয়ারি শহীদ দিবস সিসিপিএ র্যাপিড দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ