
জাতীয় অনূর্ধ্ব-১২ বালিকায় রাজশাহীর ফেরদৌসী অপরাজিত চ্যাম্পিয়ন
জাতীয় অনূর্ধ্ব-১২ বালিকায় রাজশাহীর ফেরদৌসী অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৫ মার্চ ২০১৯
এলিগেন্ট জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগে রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৩.৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়াদিফা আহমেদ।
এদিকে ৩ পয়েন্ট নিয়ে যশোরের ইশরাত জাহান দিবা তৃতীয়, ২.৫ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশানল চেস একাডেমির নুশরাত জাহান আলো চতুর্থ ও ২ পয়েন্ট নিয়ে মেহেরপুরের সিমন আহমেদ চতুর্থ স্থান লাভ করেন।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সহপৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনূর্ধ্ব-১২ বলিকা বিভাগে মোট ৮ জন খুদে দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ