
জাতীয় অনূর্ধ্ব-১৬ ওপেনে নোশিন অপরাজিত চ্যাম্পিয়ন
জাতীয় অনূর্ধ্ব-১৬ ওপেনে নোশিন অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৬ মার্চ ২০১৯
এলিগেন্ট জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৬ ওপেন বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
এদিকে একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সাদনান হাসান দিহান রানারআপ হয়েছেন।
অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মর্তুজা মাহাথির ইসলাম তৃতীয় ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মোহাম্মদ শফিকুল ইসলাম চতুর্থ স্থান লাভ করেন।
তবে ৪ পয়েন্ট নিয়ে ডিপিএসএসটিএস স্কুলের দানিয়েল মুরাদ পঞ্চম হয়েছেন।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সহপৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এই ইভেন্টে বিভিন্ন জেলার ৩০ বালক ও বালিকা অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ