
জাতীয় ’বি’ দাবায় সুব্রত চ্যাম্পিয়ন
জাতীয় ’বি’ দাবায় সুব্রত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২০ নভেম্বর ২০১৮
জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস সাইফ পাওয়ার ব্যাটারি ৪৪তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন । এ আসরে ১০ জন দাবাড়ু ৯ ম্যাচে ৭ পয়েন্ট করে সংগ্রহ করলে টাই-ব্রেকিং পদ্ধতিতে সুব্রত শিরোপা জয় করেন ।
তবে একই পয়েন্ট পেয়ে তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম রানারআপ, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ চতুর্থ, ময়মনসিংহের মোহাম্মদ জামালউদ্দিন পঞ্চম, তিতাস ক্লাবের শফিক আহমেদ ষষ্ঠ, শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব সপ্তম, সিরাজগঞ্জের নাইম হক অষ্টম, সিলেটের ক্যান্ডিডেটমাস্টার সাইফুল ইসলাম চৌধুরী নবম ও ঢাকা সিটির মো. শরীয়তউল্লাহ দশম স্থান লাভ করেন । এদিকে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ঢাকা সিটির জাবেদ আল আজাদ একাদশ ও রাজবাড়ীর তাহসিন তাজওয়ার জিয়া দ্বাদশতম হয়েছেন ।
আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে নবম বা শেষ রাউন্ডে সুব্রত নাইমের সাথে, সিয়াম শফিকের সাথে ও অনত পল্লবের সাথে ড্র করেন।কিন্ত জাভেদ স্বাধীন সরকারকে, সাইফুল মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিনকে, শরীয়ত শেখ মো. খায়রুল ইসলামকে, জামাল শওকত বিন ওসমান শাওনকে, জাবেদ শেখ আব্দুল মোত্তালিবকে ও তাহসিন মো. ইনামুল হককে পরাজিত করেন ।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ফিদে এশিয়া জোন ৩.২ এর সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবা ফেডারেশনের সহসভাপতি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা ।
উল্লেখ্য এ অাসরের শীর্ষ ১০ খেলোয়াড় জাতীয় ’এ’ দাবার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন । তাদের সাথে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গতবারের জাতীয় দাবার চূড়ান্ত পর্বের খেলোয়াড়, ২২০০ এর উপর রেটিংপ্রাপ্ত খেলোয়াড় এবং জাতীয় মহিলা চ্যাম্পিয়ন সরাসরি অংশ নেবেন ।
চেসবিডি.কম/এমএ