
জামাল উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৯ মে ২০২১
ক্যান্ডিডেটমাস্টার জামাল উদ্দিন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ৩৫তম অনলাইন র্যাপিড টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
কিন্তু ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন হাসান ইমাম।
এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে আরিফুল আমিন, আজমাইন পারভেজ সায়র (অনূর্ধ্ব-১৬ বিভাগে প্রথম) ও মো. কামরুজ্জামান।
অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ঊষাচং খেয়াং ষষ্ঠ ও সাঈদ ইকবাল সপ্তম হয়েছেন।
এছাড়া ৪ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অষ্টম থেকে দশম হয়েছেন যথাক্রমে আলী হাসান, মো. তাহমিদুর রহমান এবং কাজী আফসান রওনক আনান।
উল্লেখ্য ৮ মে বিকেলে লিচেস.অরগ অনলাইন প্লাটফর্মে ৩৫ জন দেশি-বিদেশী দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ