
জিএসসি অনলাইন র্যাপিডে নুসরাত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৩ জুন ২০২০
জিএসসি অনলাইন র্যাপিড টুর্নামেন্টে নুসরাত জাহান আলো চ্যাম্পিয়ন ও মামুন হোসেন রানারআপ হয়েছেন।
এ টুর্নামেন্টে নুসরাত ও মামুন ৭ ম্যাচে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে শিরোপা নির্ধারণ করা হয়।
এদিকে ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় স্থান লাভ করেন শরীয়ত উল্লাহ।
চেস.কম অনলাইনে এ টুর্নামেন্ট ১২ জুন বিকেলে অনুষ্ঠিত হয়। ৭ রাউন্ড সুইস লিগে ৩৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
উল্লেখ্য অনলাইনে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের এটি পঞ্চম টুর্নামেন্ট ছিল।
চেসবিডি.কম/এমএ