
জিয়া জয় পেলেও ড্র দিয়ে শুরু করলেন ফাহাদ
জিয়া জয় পেলেও ড্র দিয়ে শুরু করলেন ফাহাদ
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ভুবনেশ্বর (উড়িষ্যা) : ৩১ মে ২০১৯
ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে ১২তম কিট ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভালের উদ্বোধনী দিনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জয় পেলেও আন্তর্জাতিক মাস্টার মোহম্মদ ফাহাদ রহমান ড্র করেছেন।
আজ শুক্রবার জিয়া ভারতীয় সুরুজন কিরথানকে পরাজিত করেন।তবে ফাহাদ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অঙ্কিথা গৌড়ের সাথে ড্র করেন।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পাশাপাশি প্রথম রাউন্ডে জয়ের মুখ দেখেছেন তাহসিন তাজওয়ার জিয়া ও মিজানুর রহমান।
এদিকে শুরুতেই পরাজয়ের মুখ দেখেছেন আনিচূজ্জামান জুয়েল, মো. আবজিদ রহমান, যদুনাথ বিশ্বাস, আবু লাইস আনসারি, মো. শহিদুল ইসলাম, মো. হানিফ বিন ইসলাম রনি, মো. টিপু সুলতান, সাজ্জাদ কিশোর, অভিক সরকার, অয়ন সরকার, রিক্তা সরকার ও শ্যামল সরকার।
উল্লেখ্য ভুবনেশ্বরের কিট ইউনিভার্সিটির হলে ১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এই আসরের ’এ’ ক্যাটাগরিতে ১৭ দেশের ২৭৭ জন অংশ নিচ্ছেন।চেস_রেজাল্টর্স.কম সূত্রে জানা গেছে এর মধ্যে ২০ বাংলাদেশি দাবাড়ু রয়েছেন।
১ জুন শনিবার ভারতীয় সময় বিকেল তিনটায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ