
জয় দিয়ে শুরু করলেন জিয়া-তাহসিন
জয় দিয়ে শুরু করলেন জিয়া-তাহসিন
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ৯ জানুয়ারি ২০১৯
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তাঁর ছেলে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া জয় দিয়ে ১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট শুরু করেছেন।
শুধু তাই নয়, উদ্বোধনী রাউন্ডে জয় পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ এবং জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান।
ভারতের নয়াদিল্লিতে আজ বুধবার প্রথম রাউন্ডে জিয়া ভারতের জোসি আভিজিৎকে, ফাহাদ ভারতের শ্রীকৃষ্ণাকে, পরাগ দুবে সঞ্চয়কে, তাহসিন ফ্রান্সের এভরিন সেরভামকে ও আবজিদ ভারতের ফাতিমা আবদিনকে পরাজিত করেন।
তবে ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ভারতের সিং বিক্রমজিৎয়ের কাছে ও আলী আহসান জুয়েল ভারতের ভারতের চান্দার রাজুর কাছে পরাজিত হয়েছেন।
এদিকে চেসরেজাল্টসডটকম সূত্রে জানা গেছে বাংলাদেশের অপর দাবাড়ু তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, আনিছুজ্জামান জুয়েল, মো. জিসহান রহমান মালেক ও মিজানুর রহমানের বিপক্ষে প্রতিপক্ষ ওয়াকওভার পেয়েছেন।
অপরদিকে অবশ্য দিল্লি আন্তর্জাতিক ওপেন টুর্নামেন্টের ‘বি’ক্যাটাগরিতে আবু লাইস আনসারী ৩ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছেন।
চেসবিডি.কম/এমএ