
টেলিগ্রাফ দাবায় নোশিন তৃতীয় স্থানে
টেলিগ্রাফ দাবায় নোশিন তৃতীয় স্থানে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
কলকাতা (ভারত), ১৬ ডিসেম্বর ২০১৮
ভারতের কলকাতায় ২৭তম টেলিগ্রাফ স্কুল দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে চার পয়েন্ট নিয়ে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম ৩৫ জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন।
এদিকে ৩.৫ পয়েন্ট পেয়েছেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মর্তুজা মাহাথির ইসলাম, সেন্ট গ্রেগরিস হাই স্কুল এন্ড কলেজের মো. শফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়।
অপরদিকে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সাদনান হাসান দিহান ও মর্তুজা মুহতাদি ইসলাম, আগা খান স্কুলের মো. আবরার আবতাহি এবং ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের কাজী জেরিন তাসনিম।
এ ছাড়া এ জি চার্চ স্কুলের ওয়ারসিয়া খুশবু ২.৫ পয়েন্ট, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফতেমা হাসান দিয়া ১.৫ পয়েন্ট এবং আগা খান স্কুলের সাঈদা ফিরোজ ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।
কলকাতার গোর্কি সদনে আজ রোববার বিকেলে পঞ্চম রাউন্ডে নীড় ভারতের সাফারি ঘোষকে, মুহতাদি আগ্নেব চক্রবর্তীকে, আবরার আগ্রদ্বীপ আচার্যকে, সাঈদ আয়েশ বর্মণকে পরাজিত করেন।
তবে মাহাথির ও সৌম্য মন্ডল, শফিকুর ও কেজরিওয়াল, জেরিন ও জুহি পাড়খ একে অপরের সাথে ড্র করেন।
কিন্ত ভারতের কোস্তভ চ্যাটার্জি নোশিনকে, উজান সরকার দিহানকে, ইশান ব্যানার্জী দিয়াকে ও নেপালের কৃষ অধিকারী খুশবুকে পরাজিত করেন।
১৭ ডিসেম্বর ভারতীয় সময় বিকেল তিনটায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ