
ডা. শাহরিয়ার র্যাপিড টুর্নামেন্ট রবিন অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১ জুলাই ২০২০
ডা. শাহরিয়ার মেমোরিয়াল অনলাইন র্যাপিড চেস টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
তবে সমান ৮ পয়েন্ট নিয়ে টাইবেকিং পদ্ধতিতে রানার আপ হয়েছেন চীনের আন্তর্জাতিক মাস্টার জিয়াহাও ঝিয়াং। অষ্টম রাউন্ডে জিয়াহাও রবিনের সঙ্গে ড্র করেন।
এদিকে ৭ পয়েন্ট নিয়ে টাইবেকিং পদ্ধতিতে ভারতের আরমান সিদ্দিক তৃতীয় স্থান লাভ করেন। একই পয়েন্ট পেয়ে বাংলাদেশের মো. হাসান ঈমাম চতুর্থ, ক্যান্ডিডেটমাস্টার মো. নাইম হক পঞ্চম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. ইঊসুফ ষষ্ঠ, মো. শরীয়ত উল্লাহ সপ্তম হয়েছেন।
অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ অষ্টম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিসান নুরেন সিয়াম নবম ও মো. আবু হানিফ দশম স্থান লাভ করেন।
এছাড়া ক্যাটগরিভিক্তিকভাবে সেরা নারী খেলোয়াড় মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস; সেরা স্কুল দাবাড়ু স্বর্ণাভো চৌধূুরী; সেরা কলেজ দাবাড়ু সজল দাস (চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ); সেরা বিশ্ববিদ্যালয় দাবাড়ু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিসান নুরেন সিয়াম বিশেষ পুরস্কার পেয়েছেন।
ডা. শাহরিয়ার মেমেরিয়াল অনলাইন র্যাপিড চেস টুর্নামেন্ট গত জুন চেস.কম_অনুষ্ঠিত হয়। এতে ৭ দেশের মোট ২২৩ জন অংশগ্রহণ করেন। এরমধ্যে ২জন আন্তর্জাতিক মাস্টার, ৪জন ফিদেমাস্টারসহ আরো অনেক টাইটেলধারী প্লেয়ার অংশ নেন।
উল্লেখ্য বাংলাদেশের অনলাইন দাবার ইতিহাসে এটিই সর্বোচ্চ অর্থ পুরস্কারের টুর্নামেন্ট ছিল। শুধু তাই নয় এতে সর্বোচ্চসংখ্যক ২২৩ জন প্রতিযোগীও অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ