
তিন টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়া গেলেন সিয়াম

তিন টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়া গেলেন সিয়াম
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৮ :
ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিনটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট খেলতে বৃধবার রাতে ঢাকা ছেড়েছেন।
এ তিনটি আন্তর্জাতিক দাবা আসর খেলতে সিয়ামকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বাংলাদেশ দাবা ফেডারেশন সহায়তা করছে।
২২ সেপ্টেম্বর মোনাস স্পোর্ট সেন্টারে দিনব্যাপী মোনাস উন্মুক্ত রাপিড দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
এর পর ২৩ সেপ্টেম্বরও তিনি দিনব্যাপী রাপিড টুর্নামেন্টে অংশ নেবেন। প্রথম সানওয়ে দাবা প্রতিযোগিতাটি সানওয়ে সেলাঙ্গরে হবে।
সিয়াম সর্বশেষ ২৯ ও ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টটা শুরু করবেন ইউনিকেএল- এমএফআই আন্তর্জাতিক রাপিড দাবা চ্যাম্পিয়নশিপ দিয়ে। দুইদিনব্যাপী এ আসর বাঙ্গী সেলাঙ্গরে অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ