
দিনাজপুর চেস ক্লাবের ব্লিটজ টুর্নামেন্ট ১৫ মে
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১২ মে ২০২১
দিনাজপুর চেস ক্লাব ব্লিটজ টুর্নামেন্ট আগামী ১৫ মে রাত ৯টায় লিচেস.অরগ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
তবে এ টুর্নামেন্টে বিদেশী দাবাড়ুদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। শুধুমাত্র বাংলাদেশী খেলোয়াড়রাই এতে অংশগ্রহণ করবেন।
মোট পুরস্কার থাকছে ১২টি। প্রাইজমানির এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কোন এন্ট্রি লাগবে না। টুর্নামেন্টে খেলোয়াড়দের কোন রকম চিটিং না করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
টুর্নামেন্ট লিংক : lichess.org/swiss/DR760PRJ
Club Link : lichess.org/team/dinajpur-chess-clubbangladesh.
চেসবিডি.কম/এমএ