
দিনাজপুর ব্লিটজে ভারতের সোহান চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৯ মে ২০২১
দিনাজপুর চেস ক্লাব ষষ্ঠ ব্লিটজ টুর্নামেন্টে ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে ভারতের সোহান সাহা চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে ৮ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন শিহাব ইসলাম তানিম।
অপরদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে মাসুম হোসেন তৃতীয় স্থান লাভ করেন।
এছাড়া চতুর্থ থেকে দশম হয়েছেন যথাক্রমে মো. মোনায়েম হোসেন, মো. মনিরুজ্জামান, শাহিনুর হক, এসএম তারেক, জিএম আলাউদ্দীন ফারুক সোহেল, ইপসা আজাদ এবং আলী হাসান রকেট।
উল্লেখ্য ২৮ মে রাতে লিচেস.অরগ অনলাইন প্লাটফর্মে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে দেশ-বিদেশের মোট ৪৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ